Home / সেক্স লাইফ / পাঁচ নিয়ম মানলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে

পাঁচ নিয়ম মানলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে

আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো যে পাঁচ নিয়ম মানলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে সে সম্পর্কে। শুক্রাণুর(Sperm) সংখ্যা কম হলে বীর্যক্ষমতার সমস্যা রয়েছে (লো স্পার্ম কাউন্ট) বলে ধরে নেয়া হয়। চিকিৎসার পরিভাষায় যাকে বলে ওলিগোস্পার্মিয়া। আর বীর্যে শুক্রাণু(Sperm) একেবারেই অনুপস্থিত থাকলে তাকে বলে অ্যাজোস্পার্মিয়া।

পাঁচ নিয়ম মানলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে

পাঁচ নিয়ম মানলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে

শুক্রাণর সংখ্যা কম হওয়ায় বড় সমস্যায় ভুগতে হয়। তবে কিছু নিয়ম মেনে চললে তরতরিয়ে বাড়বে শুক্রাণু(Sperm)-

ধূমপান কমান: অতিরিক্ত ধূমপানের(Smoking) ফলে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এর থেকে যৌনজীবনে প্রভাব পড়তে শুরু করে। তাই ধূমপান ধীরে ধীরে হলেও কমিয়ে ফেলা জরুরি।

নিয়মিত ব্যায়াম করুন: রোজ ব্যায়াম শরীরের(Body) জন্য বেশ ভালো। শুধু তাই নয়, এটি শরীর সবল করে। শুক্রাণুর উৎপাদন বাড়িয়ে দেয়।‌ যৌনজীবন ভালো করতে রোজ ব্যায়াম(Exercise) শুরু করুন।

মদ্যপান কমান: ধূমপানের মতোই মদ্যপানও আপনার ক্ষতি করছে। যৌন জীবনের সুখ পেতে দিচ্ছে না আপনাকে। মদ্যপান না কমালে সমস্যা আরও বাড়বে। সুস্থ যৌন জীবন পেতে আজই মদ্যপান কমান।

স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করুন: রোজ রোজ তেলেভাজা অস্বাস্থ্যকর(Unhealthy) খাবার খান? শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার জন্য এই ধরনের খাবার অনেকটাই দায়ী। সুস্থ যৌন জীবন পেতে এমন খাওয়াদাওয়া কমান।

স্ট্রেস কমান: কাজের চাপ থেকে প্রচুর স্ট্রেস তৈরি হয়। এই মানসিক চাপ যৌন জীবনেও প্রভাব ফেলে। তাই রোজকার স্ট্রেসও দূর করতে হবে। মন ভালো রাখতে হবে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

About admin

Check Also

সর্বোচ্চ শুক্রাণুর সংখ্যা থাকে কোন বয়সে

সর্বোচ্চ শুক্রাণুর সংখ্যা থাকে কোন বয়সে

আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো সর্বোচ্চ শুক্রাণুর(Sperm) সংখ্যা থাকে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.