Home / লাইফস্টাইল / মেহেদির রং গাঢ় করবেন কিভাবে?

মেহেদির রং গাঢ় করবেন কিভাবে?

আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো মেহেদির রং গাঢ় করবেন কিভাবে তা নিয়ে। হাত রাঙানো মেহেদির রং যাতে গাঢ় হয় সেজন্য খেয়াল রাখা দরকার কিছু বিষয়। বিয়ে, ঈদ অথবা পরিবারের যে কোনো আনন্দ অনুষ্ঠানে মেহেদি লাগানোর প্রচলন বেশ আগের থেকেই। গাঢ় রংয়ের মেহেদি(Mehdi) যেমন দেখতে ভালোলাগে তেমনি একটা উৎসবের আমেজও সৃষ্টি করে।মেহেদির রং গাঢ় করবেন কিভাবে

মেহেদির রং গাঢ় করবেন কিভাবে?

মেহেদির রং গাঢ় করার সহজ কয়েকটি উপায় সম্পর্কে জানান আকাংঙ্ক্ষা’স গ্ল্যামারস ওয়ার্ল্ডের কর্ণধার ও অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ।

তিনি বলেন, “বাজারে বর্তমানে রাসায়নিক(Chemical) উপাদান মিশ্রিত মেহেদিই বেশি পাওয়া যায় যা দ্রুত রং দেয়। তবে একটু খোঁজাখুঁজি করলে প্রাকৃতিক রং দেয় এমন মেহেদিও পাওয়া যায়। তাছাড়া কেউ চাইলে নিজেই বাসায় মেহেদি (Mehdi) বেটে ‘কোন’ তৈরি করে ব্যবহার করতে পারেন।“

যাদের মেহেদির প্রাকৃতিক রং পছন্দ তাদের মেহেদি ব্যবহারের সঠিক উপায় ও রং গাঢ় করার উপায় সম্পর্কে জানান তিনি।

– মেহেদি ব্যবহারের আগে হাত ভালো মতো ধুয়ে নিতে হবে। আ কোনো রকম তেল বা লোশন (Lotion) আগে হাতে ব্যবহার করা যাবে না। এতে মেহেদির রং ভালো মতো ত্বকে শোষিত হবে ও স্থায়ী হবে।

– মেহেদি ব্যবহারের পরে কম পক্ষে এক ঘন্টা অপেক্ষা করা উচিত। এতে মেহেদির সঠিক রং পাওয়া যাবে।

– মেহেদি তুলে ফেলার পরে হাত না ধুয়ে তাতে এসেনশিয়াল অয়েল (Essential Oil) বিশেষ করে জোজোবা তেল ব্যবহার করা রং গাঢ় করতে সহায়তা করে। জোজোবা তেল মেহেদিতে থাকা কোনো রাসায়নিক উপাদানের কারণে হওয়া পার্শ্বপ্রতিক্রিয়া হ্রাস করতেও সহায়তা করে।

– জোজোবা তেল ছাড়াও, অন্যান্য তেল যেমন- সরিষা ও ইউক্যালিপটাস তেলও ব্যবহার করা যেতে পারে।

– মেহেদির রং গাঢ় করার আরেকটি বেশ কার্যকর পদ্ধতি হল, একটা তাওয়ায় লবঙ্গ (Clove) গরম করে এর গুঁড়া অথবা আস্ত লবঙ্গ সহনীয় গরম থাকা অবস্থায় মেহেদিতে তাপ প্রয়োগ করতে হবে। এই তাপ মেহেদি`র রং কড়া করে ও স্থায়িত্ব বাড়ায়।”

– সবচেয়ে প্রচলিত ও জনপ্রিয় উপায় হল মেহদি শুকিয়ে যাওয়ার পরে এর উপরে লেবু (Lemon) ও চিনির সংমিশ্রণ ব্যবহার করা। এতে মেহেদি`র রং গাঢ় হয়।

– তবে মনে রাখতে হবে, এই মিশ্রণের অতিরিক্ত প্রয়োগ মেহেদি`র রং হালকাও করে ফেলতে পারে। তাই পরিমিত ব্যবহার করতে হবে।

– রূপচর্চা বিষয়ক অনেক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, মেহেদি (Mehdi) শুকানোর পরে তাতে যে কোনো বাম বা অয়েনমেন্ট ব্যবহারেও রং গাঢ় করতে সহায়তা করে।

– অনেকে আচারের তেল (Pickle oil) ব্যবহার করেও এই রংয়ের স্থায়িত্ব বাড়ান বলে জানা যায়।

এছাড়াও, মেহেদির রং কড়া করতে ও স্থায়িত্ব বাড়াতে ব্যবহারের পরবর্তি চব্বিশ ঘন্টা যতটা সম্ভব কম পানির সংস্পর্শে যাওয়া উচিত। সারা রাত হাতে মেহেদি রেখে দিলে পর দিন সকালে রং বেশ কড়া হয়।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

About admin

Check Also

এই গরমে ডেঙ্গু থেকে দূরে থাকবেন কীভাবে

এই গরমে ডেঙ্গু থেকে দূরে থাকবেন কীভাবে?

আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো এই গরমে ডেঙ্গু থেকে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.