Home / স্বাস্থ্য টিপস / প্রতিদিন টমেটো খাওয়ার উপকারিতা জেনে নিন

প্রতিদিন টমেটো খাওয়ার উপকারিতা জেনে নিন

আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো প্রতিদিন টমেটো খাওয়ার উপকারিতা সম্পর্কে। পুষ্টিগুণে(Nutrition) ভরপুর টমেটো। কাঁচা বা রান্না করা, জুস বা কেচাপ, মিষ্টি, টক বা নোনতা যেকোনো উপায়েই এটি খাওয়া যায়। অনেকে আবার সালাদ বানিয়ে টমেটো খান। রান্নায় স্বাদ এবং রং আনতে টমেটোর জুড়ি মেলা ভার।প্রতিদিন টমেটো খাওয়ার উপকারিতা জেনে নিন

প্রতিদিন টমেটো খাওয়ার উপকারিতা জেনে নিন

টমেটো পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। এ ছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে এবং অ্যান্টি-অক্সিডেন্ট লাইকোপিন। টমেটোর বাকি গুণাগুণ চলুন জেনে নেওয়া যাক।

১. টমেটোতে প্রচুর পরিমাণে মিনারেল থাকায় তা আমাদের শরীরের রক্তচাপ(Blood pressure) সঠিক মাত্রায় রাখে এবং কোলেস্টেরলের(Cholesterol) মাত্রা সঠিক রাখে।

২. টমেটো দাঁত এবং হাড়ের জন্য খুবই উপকারী। টমেটোতে থাকা ক্যালসিয়াম হাড়(Bone) শক্ত রাখে এবং হাড়ের সঠিক গঠনে সাহায্য করে। এ ছাড়া দাঁতকে সুস্থ রাখতে টমেটো কার্যকর।

৩. টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় তা আমাদের শরীরকে(Body) বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা এবং ঠাণ্ডার হাত থেকে টমেটো আমাদের রক্ষা করে।

৪. টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ আছে। নিয়মিত টমেটো খেলে আমাদের চোখ খুবই ভালো থাকে। দৃষ্টিশক্তি(Sight) ভালো রাখার জন্য টমেটো অনেক জরুরি। মোটকথা টমেটো চোখ সুস্থ রাখতে সাহায্য করে।

৫. প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে টমেটো দারুণ ভূমিকা পালন করে। সপ্তাহে ১০টি বা তার থেকে বেশি টমেটো খেলে এই সম্ভাবনা অনেক বেড়ে যায়।

৬. হার্টের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে টমেটো।

৭. টমেটোর রস ত্বকের(Skin) ট্যান দূর করে। প্রাকৃতিক টোনার হিসেবে এটি অসাধারণ।

প্রতিদিন টমেটো খাওয়ার ফলে ১৩ শতাংশ পর্যন্ত রোগ(Disease) প্রতিরোধের সম্ভাবনা থাকে। প্রধানত শীতকালের সবজি(Vegetables) হলেও আজকের দিনে প্রায় সারা বছরই টমেটো পাওয়া যায়।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

About admin

Check Also

নিয়ম করে যেসব খাবার খেলে ধ্বংস হবে কৃমির বংশ

নিয়ম করে যেসব খাবার খেলে ধ্বংস হবে কৃমির বংশ

আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো নিয়ম করে যেসব খাবার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.